fbpx

এবারের বইমেলাতেও ‘সেন্টুর কার্টুন’

এবারের বইমেলাতেও 'সেন্টুর কার্টুন'

এবারের বইমেলাতেও ‘সেন্টুর কার্টুন’

নিজস্ব প্রতিনিধি: প্রতিবারই থাকে ‘সেন্টুর কার্টুন’। এবারেও আছে। স্টল নাম্বার ৪৩৪। সেন্টু আছেন কার্টুনের সঙ্গে জড়িয়ে বছর পঁচিশ। তাঁর কার্টুনের সঙ্গে বাঙালির পরিচয় তো আছেই, এমনকী বিদেশেও রয়েছে। কার্টুনের জন্য তাঁর আমন্ত্রণ আসে আমেরিকা, পোল্যান্ড থেকেও।
বাংলা দৈনিকে তো বটেই, তাঁর কার্টুন জনপ্রিয় বৈদ্যুতিন মাধ্যমেও। টিভিতে– নেটিংর নেটওয়ার্ক, বোঝো ঠ্যালা, জিনি জিনিয়াস, খাস কার্টুন, কূটকচালি, সেন্টুর ঝটকা ইত্যাদি জনপ্রিয় হয়ে ওঠে দর্শকের কাছে।
কার্টুন নিয়েই সেন্টুর সংসার। তাই কমিকস দিয়েই তাঁর বইমেলায় আসা। তারপর একে একে এসেছে কলকাতা, দুর্গা সিরিজ, গণেশ সিরিজ, ফোটো ফ্রেম, টি-শার্ট, ব্যাগ ইত্যাদি। সবকিছুতেই রয়েছে তাঁর শিল্পের ছোঁয়া।
প্রতিবারই নতুন কিছু থাকে। এবারেও তার অন্যথা হয়নি। এবারের তালিকায় আছে— বাঙালির নস্ট্যালজিয়া, কলকাতা, হারিয়ে যাওয়া খেলা ইত্যাদি। আর সবচেয়ে আকর্ষক হল সেন্টুর অলংকৃত কফি মাগ, ডিশ, ওয়াল হ্যাংগিং ইত্যাদি।
৪৩৪ নম্বর স্টল সেন্টুর কার্টুন-এ সকলকেই আমন্ত্রণ জানাচ্ছেন সেন্টু৷ এর আগে সেন্টুর কার্টুন স্টলে এসেছেন– সাহিত্যক প্রফুল্ল রায়, শিল্পী দেবাশিস দেব, গায়ক-সুরকার অনুপম রায়। প্রতিবারই আসেন কিংবদন্তি শিল্পী নারায়ণ দেবনাথ। যাঁর সৃষ্টি বাটুল দ্য গ্রেট, হাদা-ভোঁদা ছোট-বড় সকলকেই আনন্দ দেয়।
সবচেয়ে বড় ব্যাপার হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচবার সেন্টুর কার্টুনের বই উদ্বোধন করেন।

 

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

You're currently offline