fbpx

মোহনবাগানেই সন্দেশ ঝিঙ্গান

মোহনবাগানেই সন্দেশ ঝিঙ্গান

মোহনবাগানেই সন্দেশ ঝিঙ্গান

নিজস্ব প্রতিনিধি: জাতীয় দলের ফুটবলার এবং আইএসএল খেলা সন্দেশ ঝিঙ্গানকে এবার খেলতে দেখা যাবে এটিকে-মোহনবাগান জার্সি গায়ে। এমনটাই শোনা যাচ্ছে। তাঁর সঙ্গে নাকি এটিকে-মোহনবাগান দলের সমস্ত কথাই পাকা। শুধু সই করার অপেক্ষা। রক্ষণের ভরসা সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে এবার টানাপোড়েন ছিল লালহলুদ আর এটিকে-মোহনবাগানের। এছাড়া নাকি বেঙ্গালুরুর এফসি-ও ছিল। কিন্তু শেষপর্যন্ত যা খবর পাওয়া গেছে সেখানে সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া নিয়ে আর কোনও সন্দেহ নেই এটিকে-মোহনবাগানের।


শুধু ঝিঙ্গন নয়, রক্ষণভাগে স্প্যানিশ ফুটবলার তিরিকে নিয়ে তাদের রক্ষণ আরও মজবুত করে নিয়েছে এটিকে-মোহনবাগান। তবে তিরির কাছে কলকাতা নতুন নয়। আতলেতিকো মাদ্রিদ্রের বি টিমের খেলা এই স্প্যানিশ ডিফেন্ডার খেলেছিলেন ২০১৬-১৭ মরশুমেও। তিরি কেবলমাত্র স্টপার নয়, খেলতে পারেন ডিফেন্সিভ মিডিও হিসেবেও। তিরির পুরো নাম হোসে লুইস এস্পিনোসা আরোয়া। এটিকে-মোহনবাগান কোচ হাবাস চেনা বিদেশির ওপরই ভরসা রাখলেন। আরও ছয় বিদেশিও কোচের চেনা। তিরিকে নিয়ে এটিকে-মোহনবাগান তাদের বিদেশি কোটা পূর্ণ করল। তিরি ছাড়া আছেন বিদেশিদের তালিকায়: রয় কৃষ্ণা, এডু গার্সিয়া, জাভি হার্নান্ডেজ, কার্ল ম্যাথুস, জন জনসন, ডেভিড উইলিয়ামস। তবে জন জনসনের ফিটনেস নিয়ে সংশয়ে টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, যদি তেমন মনে হয় জন জনসনকে সেকেন্ড উইনডোতে ছেড়ে দেওয়া হতে পারে। এটিকে-মোহনবাগানের এশিয়ান কোটার ফুটবলার হলেন অস্ট্রেলিয়ার ডেভিড উইলিয়ামস।

আরও পড়ুন:  ইস্টবেঙ্গলের নজর আছে সবুজমেরুন প্রাক্তনীসহ আরও কয়েকজনের ওপর

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

You're currently offline