বিশেষ সংবাদদাতা: এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের দাদরি ঘাটের কছে এক নৌকায় ছিলেন মাঝি গুল্লু চৌধুরী। হঠাৎ তাঁর কানে আসে এক শিশুর কান্না। ভাল করে শোনেন তিনি কান্নার আওয়াজ। বুঝতে চেষ্টা করেন কোথা থেকে আসছে। দেখেন, গঙ্গার বুকে ভাসমান একটি বাক্স থেকেই আসছে। তিনি বাক্সটি তোলেন, দেখেন তার মধ্যে এক নবজাতক কন্যা। আর শিশুটির পাশে দেবী দুর্গার ছবি সঙ্গে শিশুর রাশিফল এবং ধুপকাঠি।
গুলু শিশুটিকে নিজের কাছে নিয়ে যান এবং বলেন, গঙ্গা মা তাঁকে শিশুটি উপহার দিয়েছেন। তাই তিনি তাকে মানুষ করতে চান। কিন্তু বিষয়টা পুলিশের নজরে আসায় তাঁরা শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যায়। শিশুটি ভালই আছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে জানান, শিশুটির দায়িত্ব নেবে সরকার।