নিজস্ব প্রতিনিধি: আগামী কাল ১ জুলাই থেকে লোকাল ট্রেন, মেট্রো বন্ধ থাকলেও সরকারি ও বেসরকারি বাস চালানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কোভিড পরিস্থিতি সামাল দিতে মে মাসের ১৫ তারিখ থেকে টানা লকডাউন বা কড়া বিধিনিষেধ আরোপের ঘোষণা করে রাজ্য সরকার। একটু একটু করে জরুরি পরিষেবাগুলিতে ছাড় দিলেও পরিবহণ মাধ্যম বাস, লোকাল ট্রেন, মেট্রো খোলার কোনওরকম চেষ্টা করেনি সরকার। এই প্রথম ১ জুলাই থেকে সরকারি এবং বেসরকারি বাস চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ট্রেন এবং মেট্রো এখনও বন্ধ থাকবে।
তবে সূত্রের খবর বৃহস্পতিবার থেকে রাস্তায় সরকারি বাস চালানোর প্রস্তুতি জোর কদমে শুরু হলেও বেসরকারি বাস এবং মিনিবাস চালানো নিয়ে জটিলতা শুরু হয়েছে। রাজ্য সরকারের নির্দেশমতো ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচল করার সিদ্ধান্ত মানতে নারাজ বেসরকারি বাসমালিক সংগঠনগুলি। তাঁদের মতে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালাতে হলে যাত্রী ভাড়া বাড়াতে হবে সরকারকে। নইলে বাস চালানো মুশকিল। আর রাস্তায় বেরিয়ে নিজেদের মতো ভাড়া ঠিক করে যাত্রীদের সঙ্গে বচসায় তাঁরা জড়াতে চান না। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে বিভিন্ন বেসরকারি বাস, মিনিবাস সংগঠনের সঙ্গে আলোচনা চলছে সরকারি পরিবহণ দফতরের সঙ্গে বলে সূত্রের খবর। তবে পাকাপাকি সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, উবর নাকি ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছে।